24 C
Dhaka
ডিসেম্বর ২, ২০২৩
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

লঞ্চে আগুনের ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দু’জন গ্রেপ্তার

আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনাকারী বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

বুধবার (১৫ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার অন্যতম পরিকল্পনাকারী রেজাউল করিমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বরিশাল সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার অন্যতম বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। তাকে গ্রেফতার করা হয়েছে।

কমান্ডার মঈন আরও বলেন, এছাড়া গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, একদিন বিরতি দিয়ে বুধবার (১৫ নভেম্বর) ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়। পঞ্চম দফায় রেল, সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে দলটি। বুধবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

বরিশালে রাষ্ট্রবিরোধী মামলায় উপজেলা কৃষক দলের সভাপতি গ্রেফতার

banglarmukh official

বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী নিহত: চালক আটক

banglarmukh official

বরিশাল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

banglarmukh official

বরিশালে ২৪ ঘণ্টায় ১০২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে,

banglarmukh official

বরিশালে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শুরু

banglarmukh official