28 C
Dhaka
মার্চ ২৯, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
আইটি টেক

ফোন পানিতে পড়লে তাতক্ষণিক যা করবেন

অসাবধানতায় আপনার হাত থেকে ফোন পানিতে পড়তেই পারে। এতে অনেকেই চিন্তায় পড়ে যায়, এই বুঝি পছন্দের ফোনটি নষ্ট হলো। অনেকে আবার ভাবেন ফোন পানিতে পড়ছে তাই আর বিশেষ কিছু করার নেই। অথচ, কিছু জিনিস এড়িয়ে গেলেই পানি পড়া ফোনটি আপনি বাঁচাতে পারবেন সহজেই। সেগুলো কী কী জেনে নিন?

পানিতে পড়ে যাওয়া ফোনটি শুকানোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। অতিরিক্ত গরমে ফোনের ভিতরের যন্ত্রাংশ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভেজা ফোনটি কখনো দেয়ালে লাগানো চার্জারের পয়েন্ট-এর সঙ্গে যুক্ত করবেন না। এতে আগুন ধরার ভয় থাকে।

৩.৫ মিমি হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না আপনার ভেজা ফোনটি। এক্ষেত্রেও কারেন্টে শক করার আশঙ্কা রয়েছে।

এই সময় কোনো মতেই আপনার ফোনে লাগানো সিম কার্ডটি খুলবেন না। কারণ সিম খোলার সময় পানি ঢুকে যেতে পারে।

ভেজা ফোন ব্যবহার করবেন না। সবার আগে সেটিকে সুইচ অফ করুন। পানি ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয় ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভিতর পানি ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে।

ফোনের ব্যাটারি খুলে রাখবেন না কোনো মতেই। ফোন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে টেকনিশিয়ানকে জানান আপনার ফোনে কতটুকু পানি পানি ঢুকতে পারে, ফোনটি কীভাবে পানিতে পড়ে গেল। নয়তো সঠিক তথ্যের অভাবে টেকনিশিয়ান ফোনের আরো অনেক বেশি ক্ষতি করে দেবে।

ফোনের পাশে যেসব পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে সেগুলো অকারণে নাড়াচাড়া করবেন না। এতে পানি ভেতরে চলে যেতে পারে।

সম্পর্কিত পোস্ট

ইন্টারনেট ছাড়া ইউটিউব দেখার উপায়

banglarmukh official

টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করবেন যেভাবে

banglarmukh official

যে ১১ অ্যাপ ভয়ঙ্কর অ্যানড্রয়েডের জন্য

banglarmukh official

‘ফেসবুক’র নাম ফেসবুকই থাকছে, করপোরেট নাম ‘মেটা’

Banglarmukh24

WhatsApp: কেন্দ্রের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মামলা, দাবি, নয়া বিধিতে গ্রাহকদের গোপনীয়তা ভাঙবে

banglarmukh official

মেসেঞ্জারের ‘ভয়াবহতা’ জানালো ফোবর্স

banglarmukh official