32 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে সাকিব

বিপিএল শুরুর এখনো বাকি চার মাস। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে তোড়জোর। ফ্র্যাঞ্চাইজিগুলো নেমে পড়েছে ক্রিকেটার গোছানোর কাজে। আবার তারকা ক্রিকেটাররা নতুন বছরে বিপিএলের এবারের আসরে নতুন দলে নাম লেখানোর কাজে ব্যস্ত।

দলবদলের কাজটি সবার আগে শুরু করলেন দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। টানা তিন মৌসুম খেলার পর এবার ঢাকা ডায়নাইমাইটস ছেড়ে নতুন দলে যোগ দিলেন এই তারকা।

এরই মধ্যে রংপুর রাইডার্সে যোগ দেবার প্রাথমিক ও মূল কাজটাও করে ফেলেছেন সাকিব। আজ দুপুর দুইটায় রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি বসুন্ধরা গ্রুপের সাথে আনুষ্ঠানিক চুক্তি করে ফেলেছেন তিনি। বসুন্ধরার অফিসেই এ আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়েছে।

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় সাকিবকে জমকালো সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম মেয়র আ জ ম নাসির বন্দরনগরীর অন্যতম ক্রীড়া তীর্থ এম এ আজিজ স্টেডিয়ামে সাকিবকে সংবর্ধনার পাশাপাশি চট্টগ্রাম নগরীর স্মারক চাবিও উপহার দিয়েছেন।

তখন কোনোরকম আগাম পূর্বাভাস-গুঞ্জন শোনা না গেলেও আজ দুপুর গড়ানোর আগেই হঠৎ গুঞ্জন, বিপিএলের এবারের আসরে আইকন ক্রিকেটারদের মধ্যে প্রথম দলবদল করছেন সাকিব আল হাসান। তখনই শোনা গেল, ঢাকা ডায়নামাইটসের তিন বারের অধিনায়ক সাকিবের নতুন ঠিকানা হচ্ছে রংপুর রাইডার্স।

নামি কর্পোরেট হাউজ বেক্সিমকো ছেড়ে সাকিব দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট হাউজ বসুন্ধরায়-এ খবর নিয়ে একটা সংশয় ছিল। প্রশ্ন উঠেছিল,বেক্সিমকো তথা ঢাকা ডায়নামাইটস কি আইকন প্লেয়ার সাকিবকে ছেড়ে দেবে? আর বসুন্ধরা তথা রংপুর রাইডার্সও কি কার্যকর পারফরমার ও সফল অধিনায়ক মাশরাফিকে ছেড়ে সাকিবকে নেবে? আজ দুপুর গড়াতেই সে প্রশ্নর জবাব মিললো।

সত্যি সত্যিই মাশরাফিকে ছেড়ে দিলো রংপুর রাইডার্স। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে ছেড়ে রংপুর ফ্র্যাঞ্চাইজি বসুন্ধরা সাকিবকে দলে নিলো। তিন বছর খেলার পর সাকিবের প্রায় বিনা নোটিশে ঢাকা ছেড়ে যাওয়া প্রসঙ্গে ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম জাগো নিউজকে বলেন, ‘আর সবার মত আমরাও শুনেছি সাকিব রংপুরে সই করেছেন। এটা একান্তই তাঁর ব্যাপার। আইকন প্লেয়ার ইচ্ছে মত দল পাল্টাতে পারেন। কাজেই নিয়ম ও আইনেই তার দল পাল্টানোর অধিকার দেয়া আছে। সাকিব সবসময়ই আমারও প্রিয় ক্রিকেটার। আমি আসলে এ বিষয়ে তাই অফিসিয়াল কমেন্ট করতেই চাই না। সাকিবের জন্য শুভ কামনা।’

সম্পর্কিত পোস্ট

টাইগার একাদশে তিন পরিবর্তন

banglarmukh official

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

banglarmukh official

বৃষ্টিতে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ বন্ধ

banglarmukh official

বিপিএল এ বরিশাল ছেড়ে রংপুরে সাকিব

banglarmukh official

আলোকবর্তিকা হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন মেসি

banglarmukh official

রেকর্ড অষ্টমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

banglarmukh official