28 C
Dhaka
মার্চ ২৯, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

সৌদির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান : জাভেদ জারিফ

সৌদি আরব প্রস্তুত থাকলে আলোচনায় বসতে ইরানও প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বুধবার তিনি এই মন্তব্য করেছেন বলে ইরানি বার্তাসংস্থা আইআরআইবির বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

জারিফ বলেছেন, আলোচনার জন্য সৌদি আরব যদি প্রস্তুত থাকে, তাহলে প্রতিবেশিদের সঙ্গে আলোচনার জন্য আমরাও সবসময় প্রস্তুত।

তিনি বলেন, আমরা প্রতিবেশিদের সঙ্গে আলোচনার জন্য দরজা কখনো বন্ধ করিনি এবং প্রতিবেশিদের সঙ্গে আলোচনার দরজা আমরা কখনোই বন্ধ করবো না।

গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সঙ্গে ইরানের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রিয়াদের ছয়টি তেলবাহী ট্যাঙ্কার ইরান ধ্বংস করেছে বলে অভিযোগ করেছে সৌদি আরব।

তবে এই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে গত মাসে; যখন সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় সৌদি আরবের চারটি তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত হয়। ট্যাঙ্কারে হামলায় ইরান জড়িত বলে সৌদি আরব দাবি করলেও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান।

সৌদি আরবের অন্যতম বড় মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার পর ওই তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

banglarmukh official

ইমরান খানের তিন বছরের কারাদণ্ড, রায় ঘোষণার পরপরই গ্রেফতার

banglarmukh official

প্রেম করার অপরাধে খুন: ফেলে দেওয়া হলো কুমিরের অভয়ারণ্যে

banglarmukh official

বিয়ের আসরেই ঝগড়ার পর বিষপান, বরের মৃত্যু; লাইফ সাপোর্টে কনে

banglarmukh official

নির্বাচনে জিতলেন মৃত নারী

banglarmukh official

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ, পুলিশসহ নিহত ১৪

banglarmukh official