এপ্রিল ১৯, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
আইটি টেক প্রযুক্তি ও বিজ্ঞান

ফেসবুক লাইক আর গোনা যাবে না

অনলাইন ডেস্ক:

অনেকেই ফেসবুকে কোন পোস্টে কত লাইক, তা দেখে পোস্ট পড়েন বা শেয়ার করেন। ফেসবুকে কোন পোস্টে কত লাইক পড়ল, তা গোনার সুযোগ আর নাও রাখতে পারে ফেসবুক। কারণ, লাইকের ওপর ভিত্তি করেই অনেক পোস্ট ভাইরাল হয়ে যায়। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পোস্ট কম লাইকের কারণে গুরুত্ব পায় না। ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি ধরতে পেরেছে। তাই ফেসবুকে নিউজ ফিড পোস্টে লাইক কাউন্টার শিগগিরই সরিয়ে ফেলার কথা ভাবছে। এ পরিবর্তনের বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি নিশ্চিত করেছে।

ইনস্টাগ্রাম সম্প্রতি ঘোষণা দিয়েছে, সাতটি দেশে লাইক গণনা করার সুবিধা লুকানোর বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারী যাতে পোস্ট করা ছবি বা ভিডিও কত লাইক পেয়েছে তাতে গুরুত্ব না দিয়ে তা শেয়ারের দিকে বেশি মনোযোগ দেয়। ইনস্টাগ্রামের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তটি ফেসবুকেও চালু হতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞ জেন ম্যানচুন ওং সম্প্রতি ফেসবুকে এ অপশন খুঁজে পেয়েছেন। তাঁর ভাষ্য, ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যাপে লুকানো লাইক কাউন্টের বিষয়টি পরীক্ষা করছে ফেসবুক।

ওংয়ের টুইটের পরই ফেসবুক কর্তৃপক্ষ প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে বিষয়টি নিশ্চিত করে জানায় তারা লাইক সরিয়ে ফেলছে। তবে ব্যবহারকারীদের জন্য এটা এখনো চালু হয়নি। ইনস্টাগ্রামে চালানো পরীক্ষার ফলও এখনো প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ফেসবুকে পরীক্ষা করার অর্থ দাঁড়ায়, এ ক্ষেত্রে ইতিবাচক ফল পেয়েছে তারা।

ইনস্টাগ্রামে পরীক্ষার সময় পোস্টদাতা কত লাইক পেলেন, তা জানতে পারেন কিন্তু তার অনুসারীরা তা দেখতে পাননি। এ পরীক্ষা সম্পর্কে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘ব্যবহারকারীদের ওপর কম কম দেওয়া যাতে তাঁরা নিজেদের প্রকাশ করতে অস্বস্তিতে না ভোগেন। কত লাইক পেলেন, তা নিয়ে অনেকেই চাপে থাকেন, তা আমরা জানতে পেরেছি।’

উল্লেখ্য, ফেসবুক সম্প্রতি ইনস্টাগ্রামের জন্য পৃথক প্রাইভেট মেসেজিং অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা করছে। ওই অ্যাপের নাম হবে থ্রেডস। স্ন্যাপচ্যাটের মতো ওই অ্যাপ কাছের মানুষদের মধ্যে একান্ত যোগাযোগের সুবিধা দেবে।

সম্পর্কিত পোস্ট

ইন্টারনেট ছাড়া ইউটিউব দেখার উপায়

banglarmukh official

টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করবেন যেভাবে

banglarmukh official

যে ১১ অ্যাপ ভয়ঙ্কর অ্যানড্রয়েডের জন্য

banglarmukh official

‘ফেসবুক’র নাম ফেসবুকই থাকছে, করপোরেট নাম ‘মেটা’

Banglarmukh24

WhatsApp: কেন্দ্রের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মামলা, দাবি, নয়া বিধিতে গ্রাহকদের গোপনীয়তা ভাঙবে

banglarmukh official

মেসেঞ্জারের ‘ভয়াবহতা’ জানালো ফোবর্স

banglarmukh official