27 C
Dhaka
মার্চ ২৮, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

মাদকে ছেয়ে গেছে বরগুনা, রাতে তৎপরতা নেই পুলিশের

অনলাইন ডেস্ক :

পটুয়াখালী ও বরগুনার সংযোগ ব্রিজ চান্দখালী সংলগ্ন বাজারে রাতে পুলিশের টহল টিমের তৎপরতা নেই। অভিযোগ রয়েছে, এ পথেই মাদকের চালান এসে ছেয়ে যায় পুরো বরগুনা জেলা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত গভীর রাত ৩টার দিকে চান্দখালী বাজারে গিয়ে দেখা যায় ব্রিজ ও চান্দখালী বাজার ফাঁকা। পুলিশ টহল টিমের চিহ্ন নেই কোথাও।

চান্দখালী পুলিশ ক্যাম্পে গিয়ে দেখা গেছে, সিন্দু নামের এক কনস্টেবল ডিউটিতে থাকলেও ইনচার্জ ঘুমিয়ে আছেন। সাংবাদিক আসার খবর পেয়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন।

চান্দখালীর বাসিন্দা ও পুলিশ ক্যাম্পের অটোরিকশা চালক ইসাহাক জানান, পুলিশ টহল টিমের সদস্যদের আমি নিজে ক্যাম্পে দিয়ে এসেছি আরো ঘণ্টাখানেক আগে।

চান্দখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, আমাদের পুলিশ টহল টিম বিভিন্ন স্থানে থাকে। বর্তমানে পুলিশ টহল টিম কোথায় আছে ফোন করে জেনে দেখুন, সেই প্রশ্নের জবাবে তিনি (ইনচার্জ) এ প্রতিবেদককে বলেন, মোবাইলে সবসময় নেটওয়ার্ক থাকে না। তাই তারা কোথায় আমার জানা নেই।

বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, সম্প্রতি চান্দখালী বাজার সংলগ্ন বাদামতলা এলাকায় অভিযান চালিয়ে মিদুল ও রুবেল নামে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে তৎপর রয়েছি।

তবে রাত সাড়ে ৩টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পুলিশ টহল টিমকে চান্দখালীর বিভিন্ন স্থানে খুঁজলেও তাদের দেখা মেলেনি।

সম্পর্কিত পোস্ট

ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

banglarmukh official

বরিশালের মেঘনায় অভিযানে ২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

banglarmukh official

পিরোজপুরে ১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

banglarmukh official

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুলতান হোসেন খান

banglarmukh official

ববির নতুন উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া

banglarmukh official

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের

banglarmukh official