28 C
Dhaka
মার্চ ২৯, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খুলনা জেলার সংবাদ প্রশাসন

নতুন সড়ক পরিবহন আইনের প্রথম দিনে খুলনা

খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

আতংক ছিল অনেকের মনে। তাই রাস্তায় তুলনামূলক কম গাড়ি বের হয় গতকাল। সড়ক পরিবহন আইন ২০১৮ গতকাল শুক্রবার থেকে বাস্তবায়ন হওয়ায় এমন চিত্র ছিল নগরীতে। তবে বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ চেক পোষ্ট বসিয়ে নতুন আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে লিফলেট বিতরণ করেছে এমন চিত্রও ছিল চোখে পড়ার মত। নগরীর বিভিন্ন স্থানে গতকাল ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে মোটর সাইকেলের সংখ্যা ছিল তুলনামূলক কম। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আপাতত আইন বাস্তবায়নের চেয়ে জনসচেতনতার ওপর জোর দেয়ার কথা জানানো হলেও জনসাধারণের মধ্যে আতংক ছিল। এমনকি এ নিয়ে বিভিন্ন স্থানে আলোচনাও হয়। যেসব মোটর সাইকেল চলেছে তার মধ্যে হেলমেটবিহীন চালক ছিল খুবই কম। অনেকে আগে কাগজ সাথে না রাখলেও গতকাল থেকে কাছে রাখা শুরু করেছেন। ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটর সাইকেল চালালো অনধিক ছয় মাসের কারাদ- অথবা ২৫ হাজার টাকা জরিমানা এবং হেলমেটবিহীন চালালে অনধিক নিত মাসের কারাদ- অথবা ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে নতুন মোটরযান আইনে। এ আইন গতকাল অর্থাৎ পয়লা নভেম্বর থেকে কার্যকর হলেও সাপ্তাহিক ছুটির কারণে দু’দিন ছাড় দেয়া হতে পারে বলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়। তবে আগামীকাল রোববার থেকেই এ আইন কার্যকরে পদক্ষেপ নেয়া হতে পারে বলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

ফেরি করে মাদক বিক্রি করতেন ৬ নারী

banglarmukh official

বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

banglarmukh official

ফেরি ডুবি: ৬ দিনপর সহকারী মাস্টার পিরোজপুরের হুমায়‍ুনের লাশ ‍উদ্ধার

banglarmukh official

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮ টি যানবাহনসহ ফেরি ডুবি

banglarmukh official

মাদকাসক্ত স্বামীর সহায়তায় তিন বন্ধুর হাতে গণধর্ষণের শিকার গৃহবধূ!

banglarmukh official

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএমপি’র শ্রদ্ধা নিবেদন

banglarmukh official