29 C
Dhaka
মার্চ ২৯, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে জয় বাংলা স্লোগানে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপনের লক্ষে বরিশালে ক্ষণগণনার জন্য ডিজিটাল ডিভাইসের (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন সংলগ্ন জেলা পরিষদ পুকুরপাড়ে বৃহৎ স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানটি।

প্রধানমন্ত্রীর ক্ষণগণনা উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত অতিথিদের নিয়ে ক্ষণগণনার জন্য আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ডিভাইস চালু করেন।

এর আগে বেলা আড়াইটা থেকেই নগর ভবন ও জেলা পরিষদ পুকুর ঘিরে গোটা এলাকা জণসমুদ্রে পরিণত হয়। পরে সেখানে বড় ডিজিটাল স্ক্রিনে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন নগরবাসী। ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে জয়বাংলা স্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জের ডিআইজজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, র‍্যাব-৮-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগর ভবন চত্বরে সন্ধ্যা ৬টা থেকে লেজার শো ও আতশবাজি অনুষ্ঠান শুরু হয়। পরে নগর ভবন সংলগ্ন জেলা পরিষদ পুকুরের উত্তরপ্রান্তের মঞ্চে নৃত্যানুষ্ঠান ও চিরকুট ব্যান্ডের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থলে বঙ্গবন্ধুর স্মরণে ফটোগ্যালারি প্রদর্শিত করা হয়। প্রদর্শনীতে ১৯৮০ থেকে ১৯৭৫ সালের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে বরিশাল নদীবন্দরে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।

অপরিদকে এদিন সকালে গৌরনদী উপজেলার উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন। বিকেল ৩টায় উৎসবস্থলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্রের।

এদিকে মুজিবর্ষের ক্ষণগণনা ঘিরে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে ব্যান্ডদল ‘লালন’র কনসার্ট আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতির বরিশাল শাখা।

সম্পর্কিত পোস্ট

ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

banglarmukh official

বরিশালের মেঘনায় অভিযানে ২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

banglarmukh official

পিরোজপুরে ১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

banglarmukh official

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুলতান হোসেন খান

banglarmukh official

ববির নতুন উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া

banglarmukh official

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের

banglarmukh official