বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে সুটিং করা হয়েছে এবং বরিশাল এর প্রতিভাবান অভিনয় শিল্পীদের প্রচেস্টায় নির্মিত হয়েছে, ভৌতিক কাহিনী নির্ভর হরর নাটক “দরজার আড়ালে।
মোহাঃদীন ইসলাম এর পরিচালনা এবং চিত্রনাট্য রিসাদ জাহান ও অভিনয় করেছেন বরিশাল এর মঞ্চ অভিনেত্রী মোর্শেদা জাহান ইসা,শম্পা, তৃনা,আরিফ সজিব ও মিরাজ সহ অন্যান্য কলাকুশলীগন। বরিশাল এর নাটক হরর মোমেন্ট “দরজার আড়ালে” খুব শিগ্রই মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেল এ।
বরিশাল এর সকল দর্শকদের কে নাটক টি দেখার জন্য অনুরোধ করেছেন,নাটকটির চিত্রপরিচালক ও সম্পৃক্ত সকল তরুন তরুনীরা।