স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশালের নগর পিতা, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছেন তার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে।
বরিশাল নগরীকে মিনি সিংগাপুরে রুপান্তরিত করাই তার লক্ষ্য। আর এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।
নিরঅহংকারী মানুষ সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সর্বস্তরের মানুষের সাথে তার চলা চল। তিনি কখনো ধনী গরীব ভেদাভেদ করেন না। সবাই তার কাছে সমান।
গতকাল ৩১ মে, রাতে নগরী পরিদর্শনে বের হন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এ সময় তার কাছে সাহায্যের জন্য আসেন একজন অসহায় শারীরিক প্রতিবন্ধী। বিসিসি মেয়র নিজে ওই অসহায় শারিরীক প্রতিবন্ধী ব্যাক্তিকে সহোযোগিতা করেন।
এসময় তিনি সমাজের সবাইকে আহবান করেন আসুন, নগরীর অসহায় মানুষদের পাশে দাঁড়াই।