ক্যাম্পাস প্রতিনিধি, ই এম রাহাত ইসলামঃ- শ্রাবন আহমেদ, এস,এস,সি ব্যাচ (২০১৩), বরগুনা_পলিটেকনিক_ইন্সটিটিউট এর ইলেক্ট্রনিক্স টেকনোলজি (সেশন ২০১৩-২০১৪) ব্যাচের ছাত্র। বর্তমানে ,গ্রিন_ইউনিভার্সিটি_অফ_বাংলাদেশ এর ইইই ডিপার্টমেন্টে অধ্যয়নরত । এই অসুস্থ বন্ধুর জন্য মানবতার হাত বাড়িয়ে দিন। অসুস্থ বন্ধুর জন্মগতভাবে একটি কিডনী নাই এবং অপর কিডনীটিও নষ্ট হয়ে গেছে । আল্লাহর রহমত এ অনেকে সাহায্য করছেন কিন্তু কিডনির জন্য ৮ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন, যতদিন কিডনি ব্যবস্থা না হচ্ছে ততদিন তার চিকিৎসার (ডায়ালাইসিস) জন্য প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা প্রয়োজন । একজন মধ্যবিত্ত পরিবারে তার চিকিৎসার খরচ বহন করা প্রায় অনিশ্চিত হয়ে পরতেছে। তাই আমরা তার বন্ধু হিসিবে সবার কাছে সাহায্যের জন্য আবেদন করতেছি, যে যতটুকু পারে সবাই তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ । অসুস্থ বন্ধুর ঠিকানা: ৩ নং ওয়ার্ড, টেকুরগাড়ি, শাহজাহানপুর, বগুড়া। আমাদের বন্ধুর চিকিৎসার জন্য সাহায্য করতে পারেন নিম্নে পদ্ধতিতে______ #বিকাশ_নাম্বার : *শাহদাত হোসেন আসাদুল (রোগীর বড় ভাই)-01792400599 *সুমন (রোগীর ছোট ভাই)-01585558568 *আতোয়ার(ইএনটি) -01859323231 *আকাশ(ইএনভিটি)-01793930368 বিস্তারিত কোন তথ্যের জন্য যোগাযোগ করুন শাহাদাত হোসেন আসাদুলঃ 01792400599
