তানজিম হোসাইন রাকিবঃ
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনা এবং নদনদীর পানি নগরীর নিম্নঅঞ্চল এলাকা গুলোতে প্রবেশ করলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।দুই মিলে নগর উন্নানয়ন ধমকে ছিলো। করোনার মধ্যেও সড়ক সংস্কারে কাজের মান নিশ্চত করতে কঠোর অবস্থান নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন’র মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।
সংস্কার কাজের ঢালাইয়ের আগে তিনি হাতুড়ি দিয়ে লেবারের ভুমিকায় ইট ভাঙ্গতে দেখা যায়। সব ঠিক আছে কিনা সরেজমিনে যাচাই বাচাই করেন।
ফেসবুক লাইভে মেয়র বলেন, পাঁচ বছরের গ্যারান্টিতে নগরীর সকল রাস্তা সংস্কার করা হবে।অফিসের অযোগ্য কিছু কর্মকর্তার গাফলতি কারনে প্রোজেক্ট নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। অচিরে তার সমস্যা সমাধান হবে তিনি ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নিজে দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেব না। এছাড়াও বৃষ্টি কমলে ভাঙ্গাচুরা রাস্তা সংস্কার কাজে হাত দেয়া হবে বলে তিনি জানান।
সড়কে হাতুড়ি হাতে ইট ভাঙ্গা দেখে সিটি মেয়রের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে প্রকাশ হলে নগরবাসীর মধ্যে আগ্রহ তৈরি হয়। অনেকেই সড়কের কাজের মান নিশ্চিত করতে তার এ সাহসী ভূমিকার প্রশংসা করেন।
তিনি গতকাল বিকালে বান্দরোড এলাকার সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। এবারও সড়কে ব্যবহৃত ইট নিজেই ভেঙে পরীক্ষা করে আলোচনায় আসাসহ যোগাযোগ মাধ্যামেও তাকে নিয়ে ভূয়সী প্রশংসা ভাসছেন।
একজন মেয়র হয়ে শ্রমিকদের বেশে হাতুরি দিয়ে ইট ভাঙ্গা শুধু মাত্র একজন সাদিকের দ্বারাই সম্ভব। দ্বায়িত্ব নেওয়ার পর থেকে এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত জনগনের কাছে দিয়ে রাখছে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সত্যি তুমি মহান মেয়র সাদিক।
