নিজস্ব প্রতিনিধি // গত ২২ নভেম্বর তান বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এর প্রেসিডেন্ট এন্ড সেশন জজ(অব)মহামান্য হাইকোর্ট জনাব মো:ফকরুদ্দিন বরিশাল জেলা ও মহানগর কমিটি অনুমোদন দেয়া হয়।হাজী মো:শামিম হোসেনকে জেলা শাখার সভাপতি,মো:কামরূজ্জামান বাশারকে সাধারণ সম্পাদক,ইমরান শহীদ চপলকে সিনিয়র সহ সভাপতি–আবদূল্লাহ আল ইউসুফ মনিকে বরিশাল মহানগর শাখার সভাপতি,মাহফুজ পারভেজকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমানকে সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে পূর্নাঙ্ঘ কমিটি করার জন্য অনুমোদন দেয়া হয়।
