তানজিম রাকিব // শীতের মৌসুম এলেই ভ্রমণে যোগ হয় এক বাড়তি মাত্রা। বছরজুড়ে তো ঘোরাফেরা হয়ই, কিন্তু শীতের আমেজটাই যে একটু ভিন্ন।২৪ ডিসেম্বর শুক্রবার বরিশালে দূর্গসাগর অনুষ্ঠিত হলো জাগ্রত বরিশাল’র নিয়ে পিকনিক ২০২১ইং।
উপস্থিত ছিলেন রণাঙ্গনের মুখপত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার যুগ্ম সম্পাদক, জাগ্রত বরিশাল জাগ্রত মিউজিক্যাল গ্রুপ ও বরিশালে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগ্রত বরিশাল এর সম্পাদক ও প্রকাশক বেলাল আহম্মেদ শান্ত।
আরও ছিলেন জাগ্রত বরিশালের ফেসবুক গ্রুপের অন্যতম সদস্য বৃন্দরা। হাটি হাটি পা করে গুটি কয়েক সদস্য নিয়ে জাগ্রত বরিশালের ফেসবুক গ্রুপটি জন্ম হয়। ফেসবুক গ্রুপটি প্রক্রিয়ার প্রথম ধাপেই ছিল দেশের মানুষের সেবা করে তারা এগিয়ে যাবে। বেশ সফলতার সাথে সেই লক্ষ নিয়ে এগিয়েছে এই অলাভজনক ফেসবুক গ্রুপটি।
আলাপকালে ফেসবুক গ্রুপ ও জাগ্রত বরিশাল এর সম্পাদক ও প্রকাশক বেলাল আহম্মেদ শান্ত বলেন, “দশের লাঠি একের বোজা” এই প্রবাদকে ভার করে সবাইকে নিয়ে এই জাগ্রত বরিশালের ফেসবুক গ্রুপটি প্রতিষ্ঠা করি। ব্যাপক আনন্দ বিনোদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়I
বরিশাল নগরীর সকল বন্ধুদের উপস্থিতি দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দৈনিক বরিশাল সংবাদ এর বার্তা সম্পাদক তানজিম হোসাইন রাকিব, স্কুল শিক্ষিকা ফারজানা পলি,ইঞ্জিনিয়ার ফয়সাল, মঈন খান, শিকদার মামুন সোহেল, রাকিব উদ্দিন, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম মনিরতানিয়া আক্তার, বর্ষা রানী সহ অন্যান্য সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















