31 C
Dhaka
মার্চ ২৮, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালু আজ

ঢাকা-বরিশাল রুটে আজ রবিবার থেকে আবারো নিয়মিত ফ্লাইট শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরে ফ্লাইটের অনুমতি দেওয়া হয়। তবে এখনও অনুমতি পায়নি কক্সবাজার ও রাজশাহী রুট।

বেবিচক জানায়, বরিশালের সিভিল সার্জন কার্যালয় চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে বিমানবন্দরে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্বের বিষয়গুলো তত্ত্বাবধান করছে।

করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে তিন মাস স্থগিত থাকার পর দেশের দুই বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার আজ রবিবার থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। সংস্থা দুটি এই রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট চালাবে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আজ রবিবার থেকে নভোএয়ার প্রতিদিন বিকেল সোয়া তিনটায় এবং ইউএস-বাংলা বিকেল সোয়া চারটায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সরকার গত পহেলা জুন চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমান চলাচলের অনুমতি দেয়। যশোর রুটে চালু হয় গত ১১ জুন।

গত পহেলা জুন ঢাকা-সৈয়দপুর রুটে একটি ফ্লাইট পরিচালনার পর যাত্রী কম থাকার কথা উল্লেখ করে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ।

বেবিচক এর নির্দেশনা অনুযায়ী, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে, প্রতিটি ফ্লাইটে কমপক্ষে ৩০ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে এবং একই পরিবারের না হলে, দুই যাত্রীর মধ্যে কমপক্ষে একটি আসন ফাঁকা রাখতে হবে।

সম্পর্কিত পোস্ট

ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

banglarmukh official

বরিশালের মেঘনায় অভিযানে ২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

banglarmukh official

পিরোজপুরে ১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

banglarmukh official

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুলতান হোসেন খান

banglarmukh official

ববির নতুন উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া

banglarmukh official

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের

banglarmukh official