শেখ সুমন :
বরিশাল সিটিকর্পোরেশনের নব নির্বাচিত নগরপিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সহধর্মিনী সেরনিয়াবাত লিপি আব্দুল্লাহ নগরীর কলোনী গুলিতে ঘুরে ঘুরে অসহায় , নিপিরীত, বঞ্চিত মানুষের সাথে দেখা করেছেন।
নগরীর হিরন নগর কলোনী, রসুলপুর সহ বিভিন্ন কলোনীতে মানুষের ঘরে ,ঘরে গিয়ে তাদের সুখ দু:খের খোজ খবর নেন মেয়র পত্নী।
মেয়র পত্নীর এই কাজের প্রশংসা করেছেন বরিশালের সর্বস্থরের জনগন। তারা বলছেন , এই হচ্ছে সেরনিয়াবাত পরিবার। যে পরিবারের জন মানুষের প্রান প্রিয় নেতা আব্দুর রব সেরনিয়াবাত আমৃত্যু কাজ করেছেন সাধারন মানুষদের জন্য। ছোট শিশু প্রান দিয়েছেন ঘাতকদের হাতে দেশের জন্য। এই পরিবারের সন্তান , আবুল হাসানাত আব্দুল্লাহ হলেন দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ। পার্বত্য শান্তি চুক্তির রূপকার । আর একই পরিবারের সন্তান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হয়েছেন নগর পিতা ।
তিনি অঙ্গীকার করেছেন , আমৃত্যু মানুষের সেবা করবেন । আর মেয়র পত্নীও এখন মানুষের সেবা করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন ।
এটাই প্রমান করে যে , বরিশাল নগরী হবে ভালবাসা ও উন্নয়নের রোল মডেল।
