Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

সমৃদ্ধির বরিশাল গড়তে মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহর ব্যতিক্রমী ডিজিটাল আহ্বান

সমৃদ্ধির পথে নগরবাসীদের নিয়ে আগামীর বরিশাল গড়ার প্রত্যয়ে ভিন্ন আঙ্গীকে অনলাইনে আহ্বান আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র অঙ্গীকার। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগ মনোনীত এ মেয়র প্রার্থীর লিখিত কোন ইশতেহার না দিলেও সমৃদ্ধির পথে বরিশাল সিটি গড়ার রুপকল্পের ঘোষনা প্রদানে ভিন্ন মাত্রার যোগ হয়েছে। নগরবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের মাধ্যমে আগামীর সমৃদ্ধির বরিশাল গড়ার রুপকল্পের ভিডিও ডকুমেন্টারি প্রচারিত হওয়ায় ব্যাপকভাবে সারা জাগিয়ে তুলেছে মেয়র প্রার্থীর সম্ভাবনার নতুন আঙ্গীকের এ মাধ্যমটি। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বরিশাল নগরীর চিহ্নিত সকল মৌলিক সমস্যা সমাধানের জন্য বার্তা পৌছে দিচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে নগরবাসীর কাছে। নগরপিতায় আসীন হতে জনপ্রতিনিধি হিসেবে জনরায় কুড়ানোর কৌশলী লিখিত অগ্রিম ইশতেহারের প্রথাকে বিদায় জানিয়ে কার্যকরী পদক্ষেপে অগ্রসর হয়েছে মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ্। বাংলাদেশ আ’লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর ২০২১ সালের মধ্যে ডিজিটাল দেশ গড়ার অঙ্গীকারকে বাস্তবায়নের রুপদিতে ডিজিটাল পন্থা অবলম্বন করে নগরমনে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছে বরিশালের মেয়র প্রার্থী সাদিক। সিটি কর্পোরেশন আওতাধীন প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে পাড়া মহল্লার অলি গলির সমেস্যা সমূহ সরেজমিনে চিহ্নিত করে তা সমাধানের জন্য নগরবাসীদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়। আসন্ন আগামি ৩০ জুলাই’র বিসিসি নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র পদের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ নগরবাসীদের প্রতিটা চাহিদা পূরন করাই হবে তার নির্বাচনী ইশতেহার বলে লিখিত কোন ইশতেহার জমা দেয়নি। গতকাল রাতে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মৌলিক সমস্যাসমূহ উপস্থাপন সহ সমাধানের জন্য অঙ্গীকারবদ্ধ হবার একটি ভিডিও ডকুমেন্টারি সামাজিক অনলাইন গনমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে সমৃদ্ধির পথে আগামীর বরিশাল এমন শিরোনামের ডকুমেন্টারিতে উপস্থাপনে বরিশাল সিটির মধ্য ভাগে উন্নয়নের ছোয়া লাগলেও বর্তমান সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারনে বিসিসি’র আওতাধীন অনেক বর্ধিত এলাকাগুলোতে উন্নয়নের ছোয়া মাত্র পৌছায় নি। বর্ধিত অনেক এলাকাতে বিদ্যুৎ সংযোগ যায়নি শহরের ন্যায় অনেক এলাকাতে পিচ ঢালা রাস্তার দেখাও মেলেনা অনেক বর্ধিত এলাকায়। ফলে সিটির নাগরীকদের অধিকার আদায়েও হোচট খায় ইট ভাঙা রাস্তায় চলার পথে। বিসিসি’র অব্যবস্থাপনাকে দায়ী করে উপস্থাপন করা হয় বর্ধিত এলাকার মূর্মূর্ষ রোগীর চিকিৎসার জন্যও শহরের পানে ছুটতে হচ্ছে। সিটি’র মধ্যভাগে শিক্ষা ব্যবস্থার উন্নতি হলেও বর্ধিত এলাকার শিক্ষার আলোর প্রসার ঘটেনি অনেক স্থানেই। ফলে বাল্যবিবাহ থেকে শরু করে বেকারত্বের অভিশাপে মাদকাসক্তির সমাজে রুপ নিচ্ছে আগামি প্রজন্মের ভবিষৎ। সামান্ন বৃষ্টিতেই গোটা শহরে জলাবদ্ধতার কারনে দুর্ভোগ ভোগান্তীতে জনজীবন অতিষ্ঠ শহর থেকে বর্ধিত এলাকাবাসীর। শিশু কিশোরদের জন্য নেই সবুজ খেলার মাঠ অনেক এলাকায়। বিসিসি’র অব্যবস্থাপনায় এমন হাজারো সমস্যার সমাধানে সমৃদ্ধির পথে আগামীর বরিশাল গড়ার অংশীদার হিসেবে নগরবাসীদের একযোগে কাজ করার আহবান জানায় বরিশাল সিটি মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। তিনি নগরবাসীদের সমৃদ্ধি বরিশাল গড়তে সহায়তা প্রদান করার আহবান জানিয়ে অঙ্গীকার করে প্রতিটা ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক গড়ার। প্রতিটা ওয়ার্ডে পরিবেশ বান্ধব সবুজ খেলার মাঠ উপহার দিতে চায় শিশুদের। শহর ও বর্ধিত এলাকার মধ্যকার যোগাযোগব্যবস্থার উন্নতি করনসহ নাগরীক অধিকার নিশ্চিত করা। প্রনাটা নারীদের নিরাপত্তা নিশ্চিত করন যাতে করে বরিশালের নারীরাও এগিয়ে যায় অন্যান্যদের ন্যায়। প্রতিটা ঘড়ে বিদ্যুৎ সংযোগ পৌছানো কৃষি কাজে আধুনিকতার ছোয়া উন্নত শিক্ষার অধিকার নিশ্চিত করার এবং প্রতিটা শিশুর জন্য সংস্তৃতি মৌল শিক্ষা প্রদানে আগামীর তরুন সমাজকে এগিয়ে রাখা প্রতিটা ওয়ার্ডে শিশুদের জন্য গ্রিন শিশু পার্ক গড়াসহ বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত স্টেডিয়াম কে আন্তজার্তিক হিসেবে ক্ষ্যাতী প্রদান করতে বরিশাল নগরবাসীদের তার সাথে একযোগে কাজ করার আহবান জানায়। বাংলাদেশ আওয়ামীলীগ সংগঠনের মনোনীত আসন্ন বরিশাল সিটি নির্বাচনের মেয়র প্রার্থী মহানগর আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ জানায়, সর্ব প্রথম নগরবাসীদের সমস্যাসমূহ চিহ্নিতকরণের পর বিশ্লেশনের মাধ্যমে সমাধানের পথ বের করে নগরবাসীদের কাছে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে তুলে ধরা হয়েছে। নগরবাসীদের পুরোনো সকল সমস্যা সমাধান একার কারো পক্ষেই দেয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে বরিশালবাসীর সার্থে উন্নয়নের স্বার্থে কথায় না হয়ে কাজে নগরবাসীদের সমাধানের জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official