35 C
Dhaka
এপ্রিল ১২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ রাজণীতি

প্রশ্রয় না দিলে দুর্নীতি আপনার পাশে ঘেঁষবে না: মাশরাফি

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ছিলেন সম্মেলনে বড় চমক। দলীয় সূত্র জনায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সকাল ১০টায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুন্সী আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন(এমপি), কেন্দ্রীয় কমিটির সদস্য এস, এম কামাল হোসেন, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস, এমএ হান্নান রুনু প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

বক্তব্যে ক্রিকেটার এমপি মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দেন তবে দুর্নীতি আপনার পাশে ঘেঁষতে পারবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নেমেছেন। আমিও প্রধানমন্ত্রীর সে অভিযানে সামিল হয়েছি। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী গ্রুপিং করবেন না। আমরা এক ছাতার নিচে থেকে উন্নয়ন কাজ করতে চাই। আমি নড়াইলে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব।’

কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে সামিল হয়ে দলকে তৃণমূলে সংঘটিত করার মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করব। এজন্য দলকে পরিচালনা করতে আমরা সঠিক নেতৃত্ব বাছাই করব।’

সম্পর্কিত পোস্ট

উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রীসহ দলীয় এমপি ও নেতাকর্মীদের সতর্ক করলো আ.লীগ

banglarmukh official

এপ্রিলে অতি তীব্র তাপপ্রবাহের সঙ্গে হতে পারে ঘূর্ণিঝড়- আবহাওয়া অফিস

banglarmukh official

এবার এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সময় সূচি ঘোষণা

banglarmukh official

এসএসসি’ পরীক্ষায় অর্ধেক লিখিত,বাকি অর্ধেক হাতে-কলমে মূল্যায়ন

banglarmukh official

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

banglarmukh official

পাওনা টাকা ফেরত পেলো ইভ্যালির আরও ১০০ গ্রাহক

banglarmukh official