29 C
Dhaka
এপ্রিল ২০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল রাজণীতি সাংবাদিক বার্তা

আমি মেয়র হবার পিছনে ৫০ ভাগ কৃতিত্ব সাংবাদিকদের : মেয়র সাদিক আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার//রেজয়নুর রহমান সফেন:

 বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আমার বর্তমান অবস্থা অর্থাৎ মেয়র অথবা নেতা হওয়ার পিছনে ৫০ ভাগ কৃতিত্ব সাংবাদিকদের। সকল সাংবাদিকরাই আমাকে সহযোগিতা করেছেন, মেয়র অথবা নেতা হওয়ার জন্য। আমি ভাল কাজ করলে সাংবাদিকরা সুন্দর করে সবাইকে জানিয়ে দেন আবার আমি ভুল করলেও তাদের লেখনীর মাধ্যমে আমাকে সতর্ক করেন। আমি মেয়র হবার পিছনে সাংবাদিকদের ৫০ ভাগ কৃতিত্ব¡ আছে এটা আমি স্বীকার করি এবং ভবিষ্যতেও করবো।

মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের ৪র্থ তলার সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিক ও রাজনীতিবিদরাই দেশ ও সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। আমি বলবো আপনারা আমার কাজে সহযোগিতা করুন। আমার ভাল কাজে উৎসাহ ও মন্দকাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

সাদিক বলেন, প্রচলিত বিধি অনুযায়ী সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কারো দলীয় পরিচয় বিবেচনা করা হবেনা। নগরবাসীকে কোন বিভ্রান্তিকর তথ্যে বিচলিত না হওয়ার আহবান জানান। একটি সুন্দর আগামীর বরিশাল গড়তে পূর্বের ন্যায় সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান তিনি।

এসময় সকলের জ্ঞাতার্থে তিনি একটি বার্তা জানিয়ে দেন বরিশাল সিটি কর্পোরেশন কোন অন্যায় ও অনিয়মের সাথে কখনো আপোষ করবেনা।

মতবিনিয়ম সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রসহ বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

পিরোজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

banglarmukh official

বাকেরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা!শালিশ করেই ঘটনাটি ধামাচাপার চেষ্টা

banglarmukh official

এবার এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সময় সূচি ঘোষণা

banglarmukh official

এসএসসি’ পরীক্ষায় অর্ধেক লিখিত,বাকি অর্ধেক হাতে-কলমে মূল্যায়ন

banglarmukh official

বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে চালু হলো পুলিশের ‘ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার’

banglarmukh official

৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

banglarmukh official