ইংরেজি বছরের প্রথমদিনে সবাই যে নতুন বছরকেই স্বাগত জানাচ্ছে তা নয়, অনেক পরিবার এদিন স্বাগত জানাবে তাদের নতুন সদস্যকেও। এদিন বিশ্বজুড়ে তিন লাখ ৯৫ হাজার ৭২টি শিশু জন্মগ্রহণ করবে। আর বাংলাদেশে জন্মাবে আট হাজার ৪২৮টি শিশু।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
ইউনিসেফ জানায়, ২০১৯ সালের প্রথম শিশুটির দেখা পেয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ফিজি। এদিনে জন্ম নেয়া শিশুদের এক চতুর্থাংশের জন্ম হবে দক্ষিণ এশিয়ায়। আর এদিনের মোট শিশুদের অর্ধেক জন্ম নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো ও যুক্তরাষ্ট্রে।
সংস্থাটির মতে, ভারতে ৬৯ হাজার ৯৪৪টি, পাকিস্তানে ১৫ হাজার ১১২টি, চীনে ৪৪ হাজার ৯৪০টি, ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ২৫৬টি, নাইজেরিয়ায় ২৫ হাজার ৬৮৫টি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ১০ হাজার ৫৩টি এবং যুক্তরাষ্ট্রে ১১ হাজার ৮৬টি শিশু জন্মাবে।