স্নাতক পাশ করলেই এ বার স্কুলে শিক্ষকতার সুযোগ মিলবে। একই সঙ্গে দেওয়া হবে উৎসাহ ভাতাও। প্রাথমিক স্কুলের শিক্ষানবিশ শিক্ষকেরা পাবেন দু’হাজার, আর মাধ্যমিক স্তরে পড়ালে মিলবে আড়াই হাজার টাকা। তবে যোগ্যতার ভিত্তিতে স্নাতক বা স্নাতকোত্তরদের স্কুলে পড়ানোর সুযোগ দেওয়া হবে।
সোমবার ‘অ্যাকাডেমিক রিভিউ’ বৈঠকের পর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায় এ কথা ঘোষণা করেন।
এ দিন বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন কলেজ এবং বিশ্ব বিদ্যালয়গুলির উপাচার্য, অধ্যক্ষরা। বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্কুল ছুট রুখতে ‘কন্যাশ্রী’ প্রকল্পের মতোই এ বার রাজ্যের যুবক-যুবতীদের জন্যেও শিক্ষাকতার সুযোগ করে দিতে চান মমতা। শিক্ষামন্ত্রীপার্থ চট্টোপাধ্যায় ও বিষয়টি দ্রুত যাতে কার্যকর করা যায়, সে বিষয়ে শিক্ষা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন।
যদি বিরোধীরা বলছেন, স্কুল-কলেজে শিক্ষকের অভাব রয়েছে। সেই ঘাটতি মেটানো যাচ্ছে না। ফলে বিকল্প পথের ভাবনা নিয়েছে এই সরকার।