রাজনৈতিক আদর্শগত ভাবে দুইজন আলাদা মেরুর হলেও দেশের প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে পাক দুঃশাসনের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে ছিলেন তৎকালীন ইডেন কলেজের ছাত্রসংসদে নির্বাচিত ভিপি-জিএস।
সত্তরের দশকে রাজপথ কাঁপানো এই দুই নেত্রীর সাক্ষাৎ হল গণভবনে। একজন অন্যজনকে জড়িয়ে ধরলেন, কুশল বিনিময় করলেন এবং স্মৃতিচারণ করলেন।
এই দুইজনের একজন হলেন চতুর্থবারের মত প্রধানমন্ত্রীর শপথ নিতে যাওয়া শেখ হাসিনা। তাকেই বিজয়ের শুভেচ্ছা জানাতে এসেছিলেন, অপরজন বাংলাদেশ স্কাউট গার্লস ইন স্কাউটিং ফোরাম জাতীয় কমিটির সভাপতি প্রফেসর নাজমা শামস।
সত্তরের দশকে ইডেন কলেজের ছাত্রসংসদের ছাত্রলীগ প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। আর নাজমা শামস ছিলেন ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে নির্বাচিত জিএস।
প্রধামন্ত্রী কুশল বিনিময়ের সময় জানিয়েছেন, দুইজন আলাদা মতাদর্শের হলেও সম্পর্কটা ছিল খুবই আন্তরিকতায় ভরপুর। সেই সম্পর্ক এখনো আছে।