নিজস্ব প্রতিবেদকঃ পদোন্নতি পেয়ে বাংলাদেশ পুলিশের পরিদর্শক হলেন এস আই সামসুন নাহার। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোট ৫১ জন এস আইকে পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের এসআই (নিরস্ত্র) পদে কর্মরত ৫১ কর্মকর্তাকে পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া সামসুন নাহার বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বার্তা সম্পাদক মশিউর মন্টুর ছোট বোন। কর্মময় জীবনে সামসুন নাহার ভোলা,পটুয়াখালী, বরগুনা এবং জাতিসংঘ মিশনের একজন সদস্য হিসেবে হাইতিতে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।