স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্যে দিয়ে এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের প্রতিকৃর্তিতে শ্রদ্বাঞ্জলী অপর্ণ করেছে বরিশাল জেলা ছাত্রলীগ।
বাংলাদেশ আওয়ামীলীগের সফল সাধারন সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রালয়ের (মন্ত্রী) সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্বা জানিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য আয়োজন করা কেক কাটা ও বণ্যাঢ্য র্যালি বাতিল করা হয়েছে।
এ উপলক্ষে আছর বাদ নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামীলীগ দলীয় কার্যলয়ের সামনে সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত।
আজ শুক্রবার (৪ই জানুয়ারী)সকাল ১০টায় শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যলয়ের সামনে রক্ষিত জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্বাঞ্জলী অপর্ণ করেন বরিশাল জেলা ছাত্রলীগ।
এসময় শ্রদ্বা জানাতে অংশ গ্রহন করে বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন, সেরনিয়াবাত (সুমন) ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক সহ ছাত্রলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিকালে সাধারন সম্পাদক আঃ রাজ্জাকের সঞ্চলনায় ও সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড. একএম জাহাঙ্গির হোসাইন,সাবেক সম্পাদক এ্যাড. আফজালুল করীম, পরে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকালে দলীয় কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।