33 C
Dhaka
মে ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

বরিশালে বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সোমবার (৭ জানুয়ারি) সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা আফতাব হোসেনের পদত্যাগ দাবি করেন।

গত বুধবার (২ জানুয়ারি) নথুল্লাবাদ বাস শ্রমিক ইউনিয়নের সদস্য ও প্রভাতী বাসের চালক আলমগীর হোসেন এবং একই বাসের হেলপারকে মারধর করেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. আফতাব হোসেন।

ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অভ্যন্তরীণ ৮ রুটে প্রায় সোয়া এক ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। বৃহস্পতিবার শ্রমিকরা মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেন। তবে শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সোমবার সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার কেন্দ্রীয় বাসটার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে বিষয়টি নিয়ে জরুরি সভা করেন বাস মালিক সমিতির সদস্যরা।

সভা শেষে তারা সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি তবে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। আমাদের সংগঠনের উপদেষ্টা আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে বিষয়টি জানাবো। তিনি যে সিদ্ধান্ত নেবেন সে অনুসারে আমরা কাজ করবো।

তারা বলেন, মারধর ও লাঞ্ছিত হওয়া নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন, তবে তাদের আল্টিমেটাম দেয়ার মতো কোনো বিষয় এখনো সৃষ্টি হয়নি।

এ ব্যাপারে নথুল্লাবাদস্থ বরিশাল জেলা সড়ক পরিবহন, বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, আমরা শ্রমিকদের সাথে একমত। শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এতে শ্রমিক ইউনিয়নের সমর্থন রয়েছে।

১৯৯১ সাল থেকে দীর্ঘ ২৭ বছর যাবত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মো. আফতাব হোসেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official