26 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রত্যাহার ৪

রেশন দিতে বিলম্ব করাকে কেন্দ্র করে খাদ্য বিভাগের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তাসহ চার সদস্যকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর থেকে এ আদেশ দেয়া হয়েছে। আদেশের প্রেক্ষিতে বুধবার সকালে তারা সদর দফতরে যোগ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন- বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন, ফায়ারম্যান জামাল উদ্দিন, শাহিন হাওলাদার ও আলতাফ হোসেন।

Four-members-of-Fire

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বলেন, অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানের নির্দেশে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তাসহ চার সদস্যকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

রেশন দিতে বিলম্ব করাকে কেন্দ্র করে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বান্দ রোডে সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে খাদ্য বিভাগের কর্মচারীদের সংঘর্ষ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫-৩০ জন সদস্য এসে বরিশাল সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কক্ষ ব্যাপক ভাঙচুর করে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের সময় উভয় পক্ষের পাঁচজন আহত হন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official