বহু মারাঠি এবং হিন্দি ছবিতে অভিনয় করে তিনি মন জয় করেছেন দর্শকদের৷ কিন্তু জব উই মেট ছবিতে কিছুক্ষণের জন্য তাকে দেখা গেলেও, সেই ছবিই যেন তাকে চিরস্থায়ী করে দিয়েছে দর্শকমনে৷
অকেলি লড়কি খুলি হুয়ি তিজোরি কি তরহা হোতি হ্যায়, ডায়লগ রাতারাতি ফের জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় অভিনেতাকে৷ সেই জনপ্রিয় অভিনেতা কিশোরপ্রধান চলে গেলেন শুক্রবার৷ বয়স হয়েছিল ৮৬৷সূত্রের খবর, বেশ কিছুদিন দরেই অসুস্থ ছিলেন তিনি৷ তার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি৷ কিশোর প্রধানকে শেষ দেখা গিয়েছিল একটি মারাঠি ছবি, শুভ লগনা সাবধান-এ৷
মহেশ মঞ্জরেকরের লালবাগ প্যারেল এবং সন্তোষ মঞ্জরেকরের শিবাজি রাজে ভোঁসলে বোলতোয়, ছবি দুটিতে তাঁর অভিনয় সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করে৷ তিনি ১০০-রও বেশি মারাঠি থিয়েটার এবং প্রায় ১৮টি ইংরেজি থিয়েটারে অভিনয় করেন৷
নাগপুরের মরিস কলেজে পড়াশোনার সময়েই তিনি অভিনয় শুরু করেন৷ তিনি নটরাজ নামে নিজস্ব থিয়েটার গ্রুপও খোলেন৷ জব উই মেট, লগে রহো মুন্নাভাই-এর মতো বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল৷ তাঁর প্রয়াণে সোস্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন গুণমুগ্ধরা৷