বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করাকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেছে,বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের জায়গা বরিশাল ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগে হবে না। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসি তাই বরিশালের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি পূর্বেও শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।