33 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বুধবার বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

অনলাইন ডেস্ক:

বরিশাল (সদর) ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম মন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর প্রথমবারের মতো বরিশালে আসছেন আগামী বুধবার।

প্রতিমন্ত্রীর দুদিনের সফরে কোন রাজনৈতিক কর্মসূচী রাখা হয়নি। এমনকি আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়নি। ব্যক্তিগত সহকারী মোস্তাফিজ রানা ২৩ ও ২৪ জানুয়ারী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের বরিশাল সফরের তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজ রানা জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ২৩ জানুয়ারী বিকাল আড়াইটায় আকাশপথে বরিশাল বিমান বন্দরে পৌছবেন। স্থানীয় দূর্ভোগের বিষয়টি বিবেচনা করে মন্ত্রী কোন গণসংর্ধনা নেবেন না। তিনি কয়েকটি নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ২৪ জানুয়ারি বরিশাল ত্যাগ করবেন। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বলেন, প্রতিমন্ত্রী ২৪ জানুয়ারী সদর উপজেলার চরবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়নের কীর্তণখোলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের কর্মসূচী রেখেছে স্থানীয় পাউবো।

এদিকে সদর আসনের সাংসদ ও প্রতিমন্ত্রীর প্রথম নির্বাচনী এলাকা সফরের বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সফর কর্মসূচী সম্পর্কে তিনি কিছু জানেন না। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, আনুষ্ঠানিকভাবে মন্ত্রী কোন সংবর্ধনা নেবেন না। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে মন্ত্রীকে সংবর্ধিত করবেন।

উল্লেখ্য, এরশাদর শাসনমালের পর এই প্রথম বরিশাল সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রী পদে আসীন হলেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনী কর্ণেল জাহিদ ফারুক শামীম জয়ী হওয়ার পর শপথ গ্রহনের আগে ঢাকায় যান।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official