বরিশালের কীর্তনখোলা নদীতে ডুবে যাওয়া সেই ক্লিংকারবাহী এমভি দুদুমিয়া-১ নামের জাহাজটির উদ্ধার কাজ বেসরকারীভাবেই শুরু হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকাল থেকেই বেরসকারী একটি কোম্পানির সহযোগিতায় এ উদ্ধার কাজ শুরু হয়।
বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম জানান, ‘ডুবে যাওয়া জাহাজটির কর্তৃপক্ষ এটি উদ্ধারের জন্য সময় নিয়ে ছিলেন, আজ সকাল থেকে তারা বেসরকারী একটি কোম্পানির সহযোগীতায় এটি উদ্ধার কাজ শুরু করেছেন।’ এই কাজে বিআইডব্লিউটিএ’র মনিটরিং রয়েছে বলেও জানায় এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর দিনগত রাত সাড়ে ১০টার দিকে এমভি শাহরুখ-২ লঞ্চটি প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকা যাচ্ছিল। বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা অ্যাংকর সিমেন্টের ১২০০ মেট্রিক টন ক্লিংকারবাহী এমভি মো. দুদু মিয়া (রা.)-১ নামের একটি জাহাজের সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চের সামনের অংশের তলা ফেটে ক্ষতিগ্রস্ত হয় এবং সিমেন্ট তৈরির ১২০০ মেট্রিক টন উপাদান (ক্লিংকার) বাহী জাহাজটি নদীতে ডুবে যায়।
