28.8 C
Dhaka
মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের পার্শ্বে সহায়তা নিয়ে দাড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:

বরিশাল ঢাকা নৌ-রুটে যাত্রী পরিবহনকারী এমভি এডভেঞ্চার ৯ ও সুন্দরবন ৬ লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হতাহতদের পার্শ্বে আর্থিক ও মানবিক সহায়তা নিয়ে দাড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন।
এ দুর্ঘটনায় নিহত হন মোঃ সাকিব (১৮) এবং গুরুতর আহত হন নুর মোহাম্মদ (১৪)।

বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস ও জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান নিহত ব্যক্তির পরিবারকে দাফন-কাফন বাবদ ২০,০০০/- টাকা এবং আহত ব্যক্তির সুচিকিৎসার জন্য ১০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়া দুর্ঘটনার কারণ উদ্‌ঘটন পূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)কে আহ্বায়ক করে ০৩ (তিন) সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক, বরিশাল বরাবরে দাখিল করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (০৫ জানুয়ারি) গভীর রাত দেড়টার দিকে,বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা লাগোয়া মেঘনা নদীতে।
এডভেঞ্চার ৯ লঞ্চের এক যাত্রী জানিয়েছেন তাদের জাহাজটি এক হাজারের বেশি যাত্রী নিয়ে রাত ৯টার দিকে বরিশাল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু পথিমধ্যে জাহাজটি মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ায় জোয়ারের অপেক্ষা করা হচ্ছিল।

রাত দেড়টার দিকে বিপরীত দিক ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন ৬ লঞ্চটি ডুবোচরে আটকে থাকা এডভেঞ্চার জাহাজটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে ১ জন নিহত এবং উভয় জাহাজের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official