মে ১৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ ঢাকা প্রশাসন

সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

আর্থিক প্রতারণার অভিযোগে জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে তাঁকে এলিফ্যান্ট রোড থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির অতিরিক্ত উপকমিশনার শারমিন জাহান বলেন, কায়সার হামিদের বহু ধাপ বিপণনব্যবস্থা (এমএলএম) সম্পর্কিত ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ওই প্রতিষ্ঠানের নামে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়ে আর ফেরত দেননি। তাঁর নামে বেশ কিছু মামলা ছিল।

সিআইডির বিশেষ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী বলেন, কায়সার হামিদের প্রতিষ্ঠানটির নাম ছিল ‘নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ’। প্রায় আট বছর আগে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলেও কায়সার হামিদ লগ্নিকারীদের টাকা ফেরত দেননি। ভুক্তভোগী দুজন ২০১৪ সালে বনানী থানায় মামলা দায়ের করেছিলেন। তাঁদের লগ্নি করা টাকার পরিমাণ ১০-১২ লাখ। সিআইডি মামলা দুটি তদন্ত করছে। এর আগেও সিআইডি একই ঘটনায় একটি মামলা তদন্ত করে। ওই মামলায় তাঁর সাজা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা আছে।

কায়সার হামিদ ফুটবলে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ক্লাব ফুটবলে তিনি দীর্ঘদিন মোহামেডানের হয়ে খেলেছেন।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official