27 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রযুক্তি ও বিজ্ঞান বরিশাল রাজণীতি

সিটি মেয়র সাদিক আবদুল্লাহর তাৎক্ষনিক প্রচেষ্টায়, ভয়াবহ বৈদ্যুতিক অগ্নিকান্ড হতে রক্ষা পেলো নগরবাসী

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আকস্মিক উপস্থিতি ও তাৎক্ষণিক নির্দেশে,ভয়াবহ বৈদ্যুতিক অগ্নিকান্ড ও সর্টশার্কিট দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো,হেমায়েত উদ্দিন ইদ গাহ ময়দান ভাটারখাল সংলগ্ন সহস্রাধীক জনতার বাড়িঘর,দোকান ও ব্যাবসা প্রতিষ্ঠানসহ রাস্তায় চলমান যানবাহন ও পথচারী।

Image may contain: 1 person, sky, cloud, shoes and outdoor

ছবি: বাংলার মুখ।

আজ বিকেলে, বরিশাল মহানগরীর ১০নং ওয়ার্ড, মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বান্দ রোডের পার্শ্বে ১১/৩৩কেভি রুপাতলী টু পলাশপুর বৈদ্যুতিক হাই ভোল্টেজ লাইনে আগুন জ্বলে উঠে,মুহুর্তের মধ্যে আগুন এর শর্ট সার্কিট লাইনে ছরিয়ে যায়,ঠিক ওই মুহুর্তেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ্ ,আগুন এর শর্টসার্কিট দেখে,সাথে সাথে তিনি রুপাতলীস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির- বৈদ্যুতিক কন্ট্রোলরুমে নির্দেশ দিয়ে,রুপাতলী টু পলাশপুর এর ১১/৩৩কেভি লাইন বন্ধ করার নির্দেশ দেন এবং বিবিবি-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলীদের কে- জরুরী ভিত্তিতে লাইন টি মেরামত করিয়ে পুনরায় চালু করিয়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।সিটি মেয়রের নির্দেশনার কয়েক মিনিটের মধ্যে লাইন বন্ধ হয় এবং ভহাবয় অগ্নিকান্ড হতে রক্ষা পায় নগরবাসী।

ছবি: বাংলার মুখ।

বিবিবি-২ এর নির্বাহী প্রকৌশলী অমুল্য কুমার বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর সাথে মুঠোফোনে জানান, ১১/৩৩ কেভি রুপাতলী টু পলাশপুর এই বৈদ্যুতিক লাইনটি ৩০ বছর পুরনো,এই ১১/৩৩কেভি বৈদ্যুতিক হাই ভোল্টেজ লাইনে একটি বড় আকারের বাদুর ১১/৩৩ কেভি হাই ভোল্টেজ মার্লিন ক্যাবলে ঝুলে পরলে এই সর্টশার্কিট আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।

বিবিবি-২ এর উপ সহকারী প্রকৌশলী মন্জুরুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলশ প্রচেস্টায়,ঘন্টা খানেকের মধ্যেই ৩৩কেভি লাইনটি,আপাতত টেম্পোরালি পুনরায় চালু করা সম্ভব হয়। আগামীকাল লাইনটি মেরামত করে সম্পর্ন রুপে চালু করা হবে।

ছবি: বাংলার মুখ।

উপস্থিত শতশত জনতা মেয়র মহোদয়ের এইরকম মহৎ কর্মকৌশল কে সাধুবাদ জানান ও বরিশাল নগরীর জন্য এরকম সৎ ও কর্মঠ আন্তরিক নগরপিতা কে নিজেদের এই আকস্মিক বিপর্যয়ের সময় পাশে পেয়ে,তারা আনন্দিত ও ভয়াবহ আগুন দূর্ঘটনার হাত থেকে রক্ষা করায়,সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এর জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official