Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ রাজণীতি

সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া শুরু : টুইটারে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় ঘোষণা করেছেন, সিরিয়া থেকে আমেরিকার সেনা সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বাকি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এ কাজ শুরু হয় বলে জানান তিনি।

টুইট বার্তায় ট্রাম্প আরো দাবি করেছেন, দায়েশ আবার তৎপরতা শুরু করলে নিকটস্থ মার্কিন ঘাঁটি থেকে তাদের ওপর হামলা চালানো হবে। একই বার্তায় তুরস্কের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। তিনি দাবি করেন, কুর্দিদের ওপর হামলা করলে তুরস্ককে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করে দেয়া হবে।

এ ছাড়া, সিরিয়ায় দায়েশ ধ্বংস করার কথিত দীর্ঘ মেয়াদি মার্কিন নীতিতে রাশিয়া, ইরান এবং সিরিয়াই সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হবে বলে গত ডিসেম্বরে ঘোষণা করেছিলেন ট্রাম্প। অবশ্য সেনা কখন সরিয়ে নেয়া হবে তা আগে জানানো হবে না বলেও এর আগে জানিয়েছিল ওয়াশিংটন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official