অনলাইন ডেস্ক:
রাস্তায় সন্তান প্রসব করা সেই পাগলীর পাশে দাঁড়িয়ে পুরস্কার পেলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ। বুধবার (০৯ জানুয়ারি) সিএমপিকার্যালয়ে মানবিক কাজে এগিয়ে আসায় তাকে পুরস্কৃত করলেন সিএমপির পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
পুরস্কার পাওয়া এসআই মাসুদবলেন, গত সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগ্রাবাদের গ্রামীণ ফোন সেন্টারেরসামনে রাস্তার উপর সন্তান প্রসব করে এক মহিলা। এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ মহিলা এবং রাস্তার উপর পরে থাকা নবজাতকটিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।
তিনি বলেন, এই মানবিক কাজের জন্যই আজ আমাকে ডিপার্টমেন্ট পুরস্কৃত করেছে পুরস্কার হিসেবে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদানকরেছেন পুলিশ কমিশনার মহোদয়।
এসআই মাসুদ নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত।