Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

রাজিবপুরে চেয়ারম্যান এর আশ্বাসে গৃহহীন দুই পরিবারের মাঝে ফিরে এসেছে হাসি মুখ

 নিজস্ব প্রতিনিধি // রাজিবপুরে গৃহহীন দুই পরিবার জামাল এবং আমেলা খাতুন পেতে যাচ্ছে সরকরারী ঘর। চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ সুরুত জামাল(৪২) ও তার স্ত্রী মোছাঃ সুকিতন (৪০) তিন সন্তান নিয়ে তাদের পরিবার। সুরুত জামান পেশায় একজন দিনমজুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ করছেন । কিন্তু সুরুত জামাল প্রধানমন্ত্রীর দেওয়া উপহার থেকে বঞ্চিত। সুরুত জামাল এর স্ত্রী সুকিতন বলেন আমরা দিনমজুর কামলা না দিলে পেটে একমুঠো ভাত রোজগার হয় না। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার একটি ঘর আমাদের দিলে আমরা খুবই উপকৃত হব। আরেক পরিবারের মোছাঃ আমেলা খাতুন (৬৯) স্বামী মৃত এবা ভানু বিধবা তার নিজেই ঠিক মতো চলতে পারে না।আবার সে এতিম নাতি নাতনিদের নিয়ে সামান্য কুড়ো ঘরে বসাবস করছে। আমেলা খাতুন জানান আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছুই চাই না শুধু আমার জন্য একটি ঘর উপহার দিলে আমি খুবই উপকৃত হব। গৃহহীন এই দুই পরিবার ঘর পাচ্ছে না কেন, এ বিষয়ে চর রাজিবপুর উপজেলার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন (হিরোর) কাছে জানতে চাইলে তিনি বলেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দুই ভাবে দেওয়া হচ্ছে এক যাদের জমি ও ঘর দুটোই নেই তাদেরকে গুচ্ছ গ্রাম করে দেওয়া হচ্ছে। আর যাদের জমি আছে কিন্তু ঘর নেই তাদেরকে ঘর তৈরি করে দেওয়া হবে। তিনি আশ্বাস দিয়েছেন এই দুই পরিবারকে ঘর তৈরি করে দেওয়া হবে। চেয়ারম্যান এর আশ্বাসে দুই পরিবারের মুখে ফিরে এসেছে হাসি।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official