26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন রাজণীতি

কর্তব্যরত দুই পুলিশকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক:

শেরপুর জেলার শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে রবিবার রাতে কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে। এতে এএসআই আব্দুল হান্নানের দু’টি দাঁত ভেঙে গেছে ও অপরজন এএসআই রফিকুল ইসলামের শরীরে ব্যাপক ক্ষত হয়েছে।

এই ঘটনায় পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে মুহূর্তেই শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।আতংকে শহর ফাঁকা হয়ে যায়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় পুলিশ টহলও জোরদার করা হয়।

এ ঘটনায় সুনির্দিষ্টভাবে ১২ জন ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে, দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় শ্রীবরর্দী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেলকে রাতেই পুলিশ গ্রেফতার করে। অন্যান্য অভিযুক্তদের ধরতে রাতব্যাপী পুলিশ বাড়িতে-বাড়িতে হানা দিয়েছে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেরাজ উদ্দিন চৌধুরী জানান, পৌর শহরের চৌরাস্তা মোড়ে পুলিশের সাথে কয়েকজন স্থানীয় যুবকের বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়েছে। ঘটনার সাথে ছাত্রলীগ জড়িত না। আটককৃত জিয়াউল হক জেনারেল ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি।

শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার জানান, কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে পৃথক দু’টি মামলা হয়েছে। এ ঘটনায় ওই স্থান থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official