একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দু’জন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে অংশ নেয় গণফোরাম। নির্বাচনে গণফোরাম দুটি আসনে জয় লাভ করে। মৌলভীবাজার-২ আসন থেকে সুলতান মাহমুদ মনসুর এবং সিলেট-২ আসন থেকে মোকাব্বির খান জয় পান।