26 C
Dhaka
মে ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলায় পৌরসভার কর্মচারী বরখাস্ত

ঝালকাঠি পৌরসভার একটি কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেস্টুন সরিয়ে ফেলার অভিযোগে পৌরসভার ফটোকপি অপারেটর মো. আ. রাজ্জাক খন্দকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে ১৯৯২-এর পৌর কর্মচারীর চাকরির বিধিমালা ৪০(ছ) এর ধারায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ঘটনায় কাউন্সিলর তরুণ কর্মকারকে আহবায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনা করা হয়েছে। এতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, সচিব শাহিন আকতার, হাফিস আল মাহমুদ, প্রকৌশলী নাজমুল, প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফকে সদস্য করা হয়েছে।

এ ব্যাপারে আ. রাজ্জাক খন্দকার বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি গোপন করার অভিযোগ মিথ্যা। তাদের অভ্যন্তরীণ বিরোধের সূত্র ধরেই এ ষড়যন্ত্র করা হচ্ছে। তাকে সরিয়ে দিতে একটি পক্ষ এমন নাটক সাজিয়েছে।

পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, তার কক্ষ থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দুটি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এর পূর্বে তাকে কোনো শোকজ করা হয়নি।

সম্পর্কিত পোস্ট

তদন্তে প্রমাণিত অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

banglarmukh official

জামান পার্কে ইমরানের স্ত্রী, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

banglarmukh official

এইচএসসির ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত

banglarmukh official

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

banglarmukh official

চীন-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু

banglarmukh official

দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ

banglarmukh official