পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা থেকে একজন পাহাড়ি নারীর প্রসবকালীন জটিলতার সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল এগিয়ে এলো। এ সময় তারা বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে চট্রগ্রাম সিএসএইচে গুরুতর অবস্থায় স্থানান্তর করেন।
সোমবার (৩১ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলার দুর্গম পাহাড়ি ওয়াজ্ঞাছড়া এলাকার বগাখালী থেকে সমিতা চাকমা নামক ওই উপজাতি নারীকে আকাশ পথে নিয়ে যান। সে সময় উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্যরা তার সহযাত্রী হিসেবে ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য চট্রগ্রাম এলাকার যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত থাকে।