পিরোজপুরের ভান্ডারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফর্কলিফ্ট নদীতে পরে চপল হাওলাদার (২৪) নামে নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, সকাল ১০টার দিকে উপজেলার নদমূলা গ্রামে কঁচা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। চপল উপজেলার চরখালী গ্রামের সন্তোষ কুমারের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার কঁচা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তীররক্ষা প্রকল্পের বাঁধ নির্মাণ কাজ চলছে। চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। সকালে ফর্কলিফ্টে করে ফেরি থেকে বাঁধ নির্মাণে ব্যবহৃত ব্লক কার্গোতে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালক চপলসহ ফর্কলিফ্টটি ডুবে যায়। খবর পেয়ে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার হয়।
ভান্ডারিয়া স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।