33 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বরিশালে ফেরি করে বিদ্যুৎ সংযোগ

অনলাইন ডেস্ক:

‘ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপনা বিভাগ।

বর্তমান সরকারের প্রতিশ্রুতি রক্ষায় এই সমিতির নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মকর্তারা আদাজল খেয়ে মাঠে নেমেছেন। এই সমিতির আওতায় রয়েছে বানারিপাড়া, বাবুগঞ্জ, উজিরপুর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা। তাই সকল উপজেলায় একযোগে ফেরি করে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হচ্ছে।

বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর এজিএম আবুল বাশার আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে পাঁচটি উপজেলায় ফেরি করে পল্লী বিদ্যুতের সংযোগ দিচ্ছি। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ কর্মীরা ভ্যানযোগে ফেরি করে ঘরে ঘরে মিটারসহ সংযোগ দিচ্ছেন।

গত রবিবার থেকে শুরু হওয়া প্রকল্পের আওতায় অন্তত ১০টি দল একযোগে কাজ করে যাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এলাকাগুলোতে। গত দুই দিনে তারা বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া এবং গৌরনদীতে শতাধিক গ্রাহককে মিটারসহ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। গ্রাহকরা নিয়মানুযায়ী আবেদন ফি-১০০ টাকা, ভ্যাট-১৫ টাকা, মিটার জামানত-৪০০ টাকা ও সদস্য ফি-৫০ টাকাসহ মোট ৫৬৫ টাকা প্রদান করলেই ঘরে বসে মিটারসহ বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন।

দালালদের খপ্পর থেকে রেহাই পেয়ে গ্রাহকরা সহজে ঘরে বসে বিদ্যুৎ পাচ্ছেন এবং এ সুযোগ অনির্দিষ্টকালের জন্য চলবে বলে নিশ্চিত করেন এজিএম আবুল বাশার আজাদ।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official