অনলাইন ডেস্ক:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি বিকৃতি ও অবমাননা করে তোড়ন নির্মান করায় বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মাসরুর আলম নাসির মিয়াকে আটক করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
শনিবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ার চাঁদপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও খন্তাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে যাওয়ার পথে রাস্তায় বঙ্গবন্ধু’র ছবি অবমাননা করে নির্মান করা তোড়ন দেখতে পেয়ে এই নির্দেশ দেন তাঁরা।
এসময় তাঁরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এ দেশ স্বাধীন হয়েছে। সুতরাং বঙ্গবন্ধু’র অবমাননাকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, নাসিরকে আটকের চেস্টা চালানো হচ্ছে।