স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
বিএমপি’র বর্ষবরণ।
বি এমপি এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস এ বর্ষবরণ এর চিত্র ও সংবাদ দেয়া হয়েছে।
নিচে তা হুবহু তুলে ধরা হলঃ
অদ্য ০১/০১/২০১৯ খ্রিঃ পুলিশ কমিশনার বিএমপি (অতিঃ আইজি) জনাব মোশারফ হোসেন মহোদয়,তাঁর নিজ কার্যালয়ে সকল কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে ইংরেজী নববর্ষ – ২০১৯ বরণ করে নেন – বিএমপি সকল বিভাগের পক্ষ থেকে পুলিশ কমিশনার মহোদয় ও অতিরিক্ত পুলিশ কমশিনার জনাব মাহ্ফুজুর রহমান বিপিএম স্যারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।