26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন রাজণীতি শিক্ষাঙ্গন

বরিশালে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম, আটক-২

স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:

বরিশাল সদর উপজেলার পতাং মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় গোলযোগ সৃষ্টি করতে ভলান্টিয়ার স্কুল ছাত্র মামুন গাজীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাৎক্ষনিক দুই জনকে ধারালো অস্ত্র সহ আটক করেছে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারী) দুপুরে এই ঘটনায় গুরুতর আহত স্কুল ছাত্র মামুন হোসেন (১৫) পতাং এলাকার আবুল কালাম গাজীর ছেলে ও পতাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

এছাড়া আটককৃতরা হলো- উপজেলার চরকাউয়া ইউনিয়নের দীনার এলাকার মাসুদ রানার ছেলে মাহামুদুল হাসান হাসিব (১৮) ও একই এলাকার সোহেল খানের ছেলে সিয়াম শাহরিয়ার হাসান শান্ত। এরা দু’জনই উচ্চ মাধ্যমিকের ছাত্র ও ছাত্রলীগ কর্মী বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানিয়েছে, পতাং মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এবং উদ্বোধক ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

ওই অনুষ্ঠানে মেয়েদের জন্য সংরক্ষিত গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে হাসিব ও শান্ত। এসময় গেটে ভলান্টিয়ারের দায়িত্বে থাকা ১০ম শ্রেণির ছাত্র মামুন তাদের বাঁধা দেয়। এতে মামুনের প্রতি ক্ষিপ্ত হয় তারা।

এর পরিপ্রেক্ষিতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ও মেয়র অনুষ্ঠানস্থল ত্যাগের সাথে সাথে হাসিব ও শান্ত সহ তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার ভলান্টিয়ার মামুনকে কুপিয়ে রাক্তাক্ত জখম করে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, ঘটনার সাথে জড়িত দু’জনকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। এ সময় তাদের সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে একটি রামদা উদ্ধার করা হয়। আরো যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকেও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official