29 C
Dhaka
মে ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের পর খুন, নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার

অনলাইন ডেস্ক:

বরিশালের মুলাদী উপজেলায় ৭ম শ্রেণির স্কুলছাত্রী তামান্না আক্তারকে ধর্ষণ ও হত্যার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে বিচার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে ওই ছাত্রীর পরিবার। হতদরিদ্র পরিবার হওয়ায় আদৌ বিচার পাবে কিনা এ নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

গত ৭ নভেম্বর বিকেলে উপজেলার প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারকে ঘরে একা পেয়ে দুর্বৃত্তরা ধর্ষণের পর খুন করা হয়েছে বলে দাবি সহপাঠী ও স্বজনদের। ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুলাদী-মীরগঞ্জ সড়কে মানববন্ধন করলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছিল।

কিন্তু ঘটনার প্রায় ২ মাস অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় কিংবা কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায়,পরিবারের সদস্যদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। নিহত স্কুলছাত্রীর হতদরিদ্র বাবা মঞ্জু চৌকিদার জানান, দুই মাসেও হত্যাকারীদের কেউ গ্রেফতার না হওয়ায় আদৌ বিচার পাবো কিনা এ বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।

তিনি বিভিন্ন জনের কাছে ধর্ণা দিয়েও হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে কোনো অগ্রগতি করাতে পারেননি। এ ব্যাপারে মুলাদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান, ময়নাতদন্তের রির্পোট থানায় না আসায় কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। রির্পোট হাতে পেলেই দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০১৮ সালের ৭ নভেম্বর রাত ৯টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের মঞ্জু চৌকিদারের বাড়ি থেকে তার মেয়ে তামান্না আক্তারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official