অনলাইন ডেস্ক:
সারা দেশের সাথে একযোগে বরিশালেও নতুন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় একযোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ করা হয়েছে।
বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩২ লাখ ৯৯ হাজার ৯৯৩ শিক্ষার্থীর মধ্যে ২ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৫৬০টি নতুন বই দেয়া হচ্ছে।
নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা অভিভূত।
তারা বলছে, নতুন বছরের শুরুর দিনেই বই পাওয়ায় বেশ আনন্দিত এজন্য ধন্যবাদ জানায় সরকারের প্রধান মন্ত্রীকে। আজ থেকেই তারা বই পড়া শুরু করবে।
জ্ঞান অর্জনের মধ্যদিয়ে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা।