26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজণীতি

শেষ ঠিকানায় চিরনিদ্রায় সৈয়দ আশরাফ

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।এর আগে ময়মনসিংহে তার তৃতীয় ও শেষ নামাজে জানাযা সম্পন্ন হয়। জানাযার আগে তাকে গার্ড অব অনারের মধ্যদিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফের দ্বিতীয় নামাজে জানাযায় লাখো লোকের ঢল নেমেছিল।

তার আগে রোববার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে সৈয়দ আশরাফকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়। এরপর সেখানে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

Image result for শেষ ঠিকানায় চিরনিদ্রায় সৈয়দ আশরাফ

এরপর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির উপস্থিতিতে জানাযা সম্পন্ন হওয়ার পর প্রথমে রাষ্ট্রপতি মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Image result for শেষ ঠিকানায় চিরনিদ্রায় সৈয়দ আশরাফ

প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং তারপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর একের পর এক বিভিন্ন সংগঠন ও উপস্থিত সাধারণ মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের এই নেতার প্রতি।

শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের মরদেহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় রবিবার দুপুর ১টায় নিয়ে যাওয়া হলে ঈদগাহ মাঠে তাকে দ্বিতীয় বারের মতো গার্ড অব অনার দেয়া হয়। পরে সেখানে সৈয়দ আশরাফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢল নেমেছিল লাখো মানুষের।

শোলাকিয়া থেকে হেলিকপ্টারে করে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ময়মনসিংহে নেয়া হয়। তৃতীয় জানাজার পর মরদেহ আবার ঢাকায় আনার পর বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Image result for শেষ ঠিকানায় চিরনিদ্রায় সৈয়দ আশরাফ কে শ্রদ্ধা জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official