মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেই সঙ্গেই ঘোষণা করা হল ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিও।
বুধবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি স্কুলগুলিকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে বোর্ডের অফিস থেকে। ছাত্রছাত্রীরা যে যার স্কুল থেকেই নির্দিষ্ট সময়ে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে বলে জানানো হয়েছে।
বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে আগেই ঘোষণা করা হয়েছিল পরীক্ষার দিনক্ষণের সূচিও। এই সূচি অনুযায়ী ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। চলবে ২২ তারিখ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে এবং চলবে দুপুর ৩টে অবধি। যদিও ছাত্রছাত্রীরা উত্তরপত্রে লেখা শুরু করতে পারবেন বেলা ১২টা থেকে। ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র দেখতে সময় দেওয়ার জন্যই এই বাড়তি ১৫ মিনিট দেওয়া হবে বলে জানানো হয়েছে।