25 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া প্রচ্ছদ বরিশাল

জামিন না পাওয়ায় বরিশাল আদালতে পুলিশকে ধাক্কা দিয়ে ভাংচুর

জামিন না পাওয়ায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের এজলাসের জানালার কাঁচ ভাংচুর করেছে ডাকাতি মামলার আসামী নয়ন হাওলাদার নামে এক যুবক।

বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলা অবস্থায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নয়ন হাওলাদারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন কাবুল। তিনি জানান, বাকেরগঞ্জের বাসিন্দা নয়ন হাওলাদারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও নারী নির্যাতনসহ ১৪ টি মামলা রয়েছে এবং সে একটি অস্ত্র মামলায় ২০১৭ সালের ২৬ জুন থেকে হাজতেই রয়েছেন।

বুধবার তাকে আদালতে নেয়া হলে তিনি অস্ত্র মামলায় জামিনের জন্য আবেদন করেন। কিন্তু আদালতের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন তার আবেদন না মঞ্জুর করলে সে উত্তেজিত হয়ে আদালত থেকে বের হওয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়ে জানালার কাঁচ ভাংচুর করে। এই ঘটনায় তার বিরুদ্ধে এটিএসআই মাইনুল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে সরকারী কাজে বাঁধা প্রদান, সরকারী মালামাল ভাংচুর ও আইনভঙ্গ করায় দুটি ধারায় মামলা দায়ের করা হবে বলে আদালত সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official